নাটোরের বাগাতিপাড়া মডেল থানার অদুরে কসবা মালঞ্চি এলাকার মাছের অভয় আশ্রমস্থ বড়াল নদী থেকে ভাসমান অবস্থায় এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারী) সকাল ৯টার দিকে মরদেহ নদীতে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে থানা পুলিশ, সিআইডি ও পিবিআই সদস্যরা এসে দুপুরে মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠায়। এখন পর্যন্ত মৃতদেহের কোনো পরিচয় পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে পানিতে তলিয়ে যাওয়ায় বৃদ্ধার মৃত্যু হয়েছে।
বাগাতিপাড়া মডেল থানার ওসি সিরাজুল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে ফোনে খবর পেয়ে কসবা মালঞ্চি মাছের অভয় আশ্রমস্থ বড়াল নদী থেকে ভাসমান অবস্থায় এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়। তার কোনো পরিচয় পাওয়া যায়নি। ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
#চলনবিলের আলো / আপন