গুরুদাসপুরে যথাযথ মর্যাদায় বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১০টায় র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা হয়।
সভায় সভাপতির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ। অন্যদের মধ্যে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেখামনি পারভিন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এএসএম আলমাস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম আকতার ও চলনবিল প্রেসক্লাবের সভাপতি আলী আক্কাছ বক্তব্য রাখেন। এসময় সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম, মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম ও নজরুল ইসলাম দুদু, শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
সভা শেষে অদম্য ৫ নারীকে সম্মাননা ও ক্রেষ্ট প্রদান করা হয়।