শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১০:০৩ অপরাহ্ন

ই-পেপার

নলডাঙ্গায় ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি সহ ১২ নেতাকর্মীর জামায়াতে যোগদান

জামিল হায়দার জনি, নলডাঙ্গা(নাটোর):
আপডেট সময়: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ৮:২১ অপরাহ্ণ

নাটোর-২ (সদর-নলডাঙ্গা) সংসদীয় আসনে রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি হয়েছে। বিএনপি ও এর অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।
শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ১০টায় নলডাঙ্গা উপজেলার ৪নং পিপরুল ইউনিয়নে আয়োজিত এক যোগদান অনুষ্ঠানে বিএনপি নেতাকর্মীরা আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দেন।
যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন পিপরুল ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি মো. ইস্রাফিল, যুবদলের ২নং ওয়ার্ডের সাবেক সভাপতি মো. খালেদুল ইসলামসহ ১২ জন সক্রিয় নেতাকর্মী।
অনুষ্ঠানে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মো. ইউনুস আলী নবাগতদের ফুলের মালা পড়িয়ে বরণ করে নেন।
এ সময় বিএনপি থেকে আগত নেতাকর্মীদের স্বাগত জানিয়ে অধ্যাপক মো. ইউনুস আলী বলেন, ‘আগামী দিনে ধর্ম-বর্ণ নির্বিশেষে নাটোর সদর ও নলডাঙ্গার সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে একটি আধুনিক ও উন্নত নাটোর গড়ে তোলা হবে। নাটোর হবে বাংলাদেশের জন্য একটি মডেল জেলা সদর। জামায়াতে ইসলামী বিজয়ী হলে চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত একটি উপজেলা উপহার দেওয়া হবে
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাটোর জেলা নায়েবে আমীর অধ্যাপক মো. দেলোয়ার হোসেন খান, জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মো. আতিকুল ইসলাম রাসেল, ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি আলী আল মাসুদ মিলন, শিবিরের সাবেক নলডাঙ্গা উপজেলা সভাপতি হাবিবুর রহমান হাবিবসহ স্থানীয় নেতৃবৃন্দ।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই যোগদান নাটোর-২ আসনের নির্বাচনি রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে এবং আগামী দিনের রাজনীতিতে এর প্রভাব পড়তে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর