প্রিয় পলকে
পলক রাখি ,
তোমারি ভক্ত আমি
জানাই সালাম
পথের বাঁকে বাঁকে
নাটোর জেলা থেকে।
তোমার নীতি আদর্শে
তুমি মহিয়ান,
সারাক্ষণ ছুটে চলা কল্যাণে
তুমি অবিরাম।
তুমি বক্তৃতায় নই
ছিলে কাজে বিশ্বাসী,
তুমি কোটি তরুণের চোখে
এক পলক আইসিটি প্রতিমন্ত্রী।
সৌজন্যেঃ
মোঃ হাসিবুল ইসলাম
বিএসএস ( সম্মান) এম এস এস
রাষ্ট্রবিজ্ঞান বিভাগ
জাতীয় বিশ্ববিদ্যালয়
প্রিয় নেতা পলক আইসিটি প্রতিমন্ত্রী তুমি মহিয়ান ।
tnx