মহামারি করোনা ঠেকাতে পাবনার ভাঙ্গুড়ায় নিয়ম মানছেন না অনেক মানুষ। নিরাপদ দূরত্বে না থেকে উপজেলার অষ্টমনিষা বাজারসহ বিভিন্ন চা ষ্টল, দোকান, মোড়ে বা মাঠের মধ্যে এখনও অসেচতন মানুষগুলোর আড্ডা চলছে। বাজারে প্রকাশ্যে ধুমপান করছে কেউ কেউ।
করোনা নাম শুনলেও লকডাউন কি তা বুঝেনা নিয়ম না মানা এক শ্রেণির গোড়ামী মানুষ। বাড়িতে থাকার নির্দেশও মানছেন না তারা। স্থানীয় সাংসদ আলহাজ্ব মো:মকবুল হোসেন,উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আশরাফুজ্জামান, ওসি মাসুদ রানাসহ বিভিন্ন সামাজিক সংগঠন করোনা পরিস্থিতি সামাল দিতে নানা পদক্ষেপ গ্রহণ করেছেন। প্রয়োজনে বাড়ি বাড়িও যাচ্ছেন।
মঙ্গলবার এলাকা ঘুরে দেখা গেছে, এলাকায় সশস্ত্র বাহিনী ও থানা পুলিশের লাটিচার্জের ভয়ে সাধারণ মানুষ ঘর থেকে কম বেড় হচ্ছেন। এছাড়া নিত্যবাজার, সড়কের যানবাহন এবং মানুষ চলাচল কম দেখা গেছে।
করোনা ঠেকাতে এলাকায় মাইকে প্রচারণাসহ সর্বত্র সচেতনতা ও নিরাপত্তা অভিযান অব্যাহত রেখেছে ভাঙ্গুড়া পুলিশ প্রশাসন।এত প্রচারণা সত্তে¡ও মানুষ সচেতন না হলে দেশ সফল ও সুরক্ষিত হবে কিভাবে এ প্রশ্ন এখন অনেকের।