বেলাল হোসাইন,রামগড়:
খাগড়াছড়িত জেলার রামগড় উপজেলায় করোনা পরিস্থিতি মোকাবেলায় কর্মহীন হয়ে পড়া দিনমজুর, দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন খাগড়াছড়ি ২৯৮ আসনের সাবেক এমপি একে এম আলিম উল্ল্যাহর ছেলে ব্যবসায়ী আশিকুর রহমান সুমন।
আজ মঙ্গলবার বিকেল ৩টায় তার বাসভবনে উপজেলার বিভিন্ন স্থানে লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়া,নিম্ন আয়ের প্রায় ২৫০টি পরিবারের মাঝে চাল,ডাল,আলু,পেঁয়াজ সহ খাদ্য সামগ্রী বিতরণ করেন।
ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলার সাবেক সাংসদ একে এম আলিম উল্ল্যাহ,রামগড় উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক কাজী নুরুল আলম আলমগীর,রামগড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বেলাল হোসাইন,সাবেক ভাইস চেয়ারম্যান ও রামগড় পৌর আ’লীগের সাধারন সম্পাদক আব্দুল কাদের, সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান,শের আলী ভূঁইয়া,মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুল হক সবুজ ও কাঠ ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক মো:মোস্তফা।
আশিকুর রহমান সুমন সমাজের সর্বস্তরের মানুষকে এই প্রাকৃতিক বিপর্যয়ে মানবিক সহায়তায় এগিয়ে আসার আহবান জানান।এবং তাদের ত্রাণ বিতরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান।উল্লেখ্য আশিকুর রহমান সুমন কার্লস্ট্যাড বিশ্ববিদ্যালয়, সুইডেন থেকে স্নাতকোত্তর সম্পূর্ণ করেছেন।