দুলাল হক ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ে কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। ৪মে সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলারহাট ২০০টি,রাজাগাঁও ৩২০টি, রুহিয়া ২৫০টি,রুহিযা পশ্চিম ২৫০টি, আখানগর ২০০টি চিলারং ৩০০টি ও শুকানপুকুরী ২০টি ৭টি ইউনিয়নের সর্বমোট ১৫৫২টি কর্মহীন পরিবারের মাঝে ত্রানের খাবার বিতরণ করেন।উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুনের নির্দেশনাক্রমে।
১নং রুহিয়া ইউনিয়নে খাদ্য সহায়তা কালে উপস্থিত ছিলেন
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা,সচিব আব্দুল মান্নান সহ ইউপি মেম্বারগণ।
এছাড়াও ঠাকুরগাঁও সদর উপজেলার বিভিন্ন কারণে মুক্তিযোদ্ধা ভাতা বন্ধ হওয়া ১২ টি মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে ত্রানের খাবার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন।