এম,মেনহাজ সরকার, ভ্র্যামমান প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার ধরইল গ্রামের এক যুবক হিন্দু থেকে মুসলিম ধর্ম গ্রহন করেন। গত ৫ মে মঙ্গলবার এশার নামাজের পূর্বে ধরইল পূর্বপাড়া আমিন জামে মসজিদে ধরইল গ্রামের পেশ ইমাম মওলানা মোঃ আব্দুল কুদ্দুস এর হাত ধরে হিন্দু যুবক টা মুসলিম ধর্ম গ্রহণ করে।এ সময় উপস্থিত ছিলেন ৫ নং ওয়ার্ডের মেম্বার জনাব ফজলার রহমান শেখ, ধরইল পূর্ব পাড়া আমিন জামে মসজিদের ইমাম মোঃ আব্দুল লতিফ সহ ধরইল পূর্বপাড়ার সকল ধর্মপ্রাণ মুসলমান।
জানা যায় হিন্দু যুবকটির পূর্বের নাম ছিল শ্রী রবিন কুমার। তার ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তার নাম মোঃ আল-মামুন রাখা হয়।
তার কাছে মুসলমান হওয়ার কারণ জানতে চাইলে সে( যুবক টি) বলেনসে তার নিজের ইচ্ছাতেই মুসলিম ধর্ম গ্রহণ করেন ।সে ( যুবক টি) বলেন ইসলাম শান্তির ধর্ম আর মুসলমান মারা গেলে কত সুন্দর ভাবে কবর দেয়।
যেহেতু এটা রমজান মাস সেই ক্ষেতে সে রোজা রাখার প্রতিশ্ক্রুতি করেন এবং মোঃ আল-মামুন আরে বলেন আল্লাহতালা যেন আমাকে ( মামুন) কবুল করে নেন এবং সেই সাথে সবার কাছে দোয়া চাই।।