বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ০২:২০ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
গুরুদাসপুরে লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সংবাদ সম্মেলন সলঙ্গা বিদ্রোহ দিবসে সলঙ্গাকে উপজেলা করনের দাবি বক্তাদের গোপালপুরে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন মানিকগঞ্জে ‘অনলাইন এন্ড মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি’র সভাপতি সাইফুল্লাহ, সম্পাদক শাহীন স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে: অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু নওগাঁ-৬ আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে মারধর ও নির্বাচনী ক্যাম্প ভাঙচুর চৌহালীতে একজন কর্মকর্তা দিয়ে চলছে উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টার টাঙ্গাইলে বৃদ্ধ দম্পতিকে হত্যা, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

গুরুদাসপুরে লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সংবাদ সম্মেলন

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ১২:৫৫ অপরাহ্ণ

নাটোরের গুরুদাসপুরে উদ্বেগজনক হারে বেড়েছে বাল্যবিয়ে, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, যৌতুকজনিত সহিংসতা ও প্রকাশ্যে যৌন হয়রানী। লিঙ্গভিত্তিক ওই সহিংসতা সংক্রান্ত গবেষণা ও কার্যক্রমের ফলাফল তুলে ধরতে বার্ষিক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১১টায় উপজেলা পল্লী উন্নয়ন মিলনায়তনে প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন উপজেলা জেন্ডার সমতা ফোরামের সভাপতি রোকসানা আক্তার লিপি ও সহসভাপতি আলী আক্কাছ, উপজেলা ফ্যাসিলেটর আলেয়া খাতুন, আফরোজা ইয়াসমিন, সাংবাদিক সেলিম রেজাসহ গণমাধ্যম কর্মীরা।

বক্তারা নারী নেতৃত্বের বিকাশ, নারী-পুরুষের সমতা, লিঙ্গ ভিত্তিক সহিংসতার অবসান, নারী ও কন্যা শিশুর নিরাপত্তা এবং অধিকার নিশ্চিত করাসহ মানবিক ও টেকসই সমাজ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।

জানা যায়, মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন ও নিডা সোসাইটির বাস্তবায়নে গুরুদাসপুরে নাগরিকতা এমপাওয়ারহার প্রকল্পের কার্যক্রম পরিচালনা করছে উপজেলা জেন্ডার সমতা ফোরাম।

প্রেস কনফারেন্সে বলা হয়- ‘এমপাওয়ারহার প্রকল্পের আওতায় ২০২৫ সালে একটি ইনসেপশন মিটিং ৪২টি মাসিক সভা, ৬টি ওয়ার্কশপ, ৩টি ত্রৈমাসিক সভা, ৬টি পিয়ার লার্নিং সেশন, ৬টি লিগ্যাল এইড মিটিং, ২টি ফ্যাট ফাইন্ডিং ও ৩টি লিটিগেশন সাপোর্ট প্রদান করা হয়েছে। পাশাপাশি প্রতিটি ইউনিয়নে ৩০ সদস্য বিশিষ্ট একটি করে ইউনিয়ন জেন্ডার সমতা ফোরাম গঠণ করা হয়েছে। সেই সাথে ৪ শতাধিক ভুক্তভোগীকে লিগ্যাল এইডের মাধ্যমে এডিআর মামলা নিস্পত্তি করা হয়েছে।’
স্থানীয় সাংবাদিক মো. আখলাকুজ্জামানের প্রশ্নোত্তরে সভাপতি রোকসানা আক্তার লিপি বলেন- ‘লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে পরিবার, সমাজ, জনপ্রতিনিধি, প্রশাসন ও সচেতন নাগরিকদের একযোগে এগিয়ে আসতে হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর