শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১২:০৪ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
ছোট হাতে বড় হিসাব বীরগঞ্জে অ্যাবাকাস লার্নিং কেয়ারের অভিভাবক সমাবেশ  একজন সাহসী ও কর্মনিষ্ঠ অফিসারের পদক্ষেপে বদলে গেল ফরিদপুরের চাল চিত্র ভাঙ্গুড়ায় জালসা থেকে কিশোর অপহরণ, শিকলে বেঁধে রাতভর নির্যাতনের অভিযোগ পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব বাসাইল-এর উদ্যোগে নবীন বরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এনায়েতপুরে খেলাফত মজলিসের ২০২৬ সালের জন্য  নবগঠিত কমিটি গঠন  বন্ধুত্বের দায়বদ্ধতায় বীরগঞ্জে  ‘সিগনেচার ৯৪’ ব্যাচের শীতবস্ত্র বিতরণ আটোয়ারীতে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের জন্য উপকরণ বিতরণ রাণীনগরে আওয়ামীলীগ-যুবলীগের দুই নেতা গ্রেফতার

একজন সাহসী ও কর্মনিষ্ঠ অফিসারের পদক্ষেপে বদলে গেল ফরিদপুরের চাল চিত্র

মেহেদী হাসান, ফরিদপুর (পাবনা):
আপডেট সময়: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫, ১০:৩২ অপরাহ্ণ

পাবনা চলনবিল অধ্যুষিত এলাকার এক জনপদের নাম ফরিদপুর উপজেলা। এ উপজেলায় মূলত উৎকৃষ্ট মানের দুগ্ধজাত পণ্য (ঘি ও ছানা) এবং তাঁতশিল্প ও কৃষিপণ্যের জন্য বিশেষভাবে পরিচিত।এটি পাবনা জেলা শহর থেকে দূরে অবস্থিত হাওয়ায় অনেক ক্ষেত্রেই অবহেলিত একটি উপজেলা।দীর্ঘ দিন ধরে এই উপজেলা ও উপজেলার মানুষ উন্নয়ন, শিক্ষা,বিভিন্ন আইনি সেবা থেকে বঞ্চিত ছিল। বিশেষ করে, দুধ ও দুগ্ধজাত পণ্য (ঘি ও ছানা) সহ ভূমি সেবা ব্যবস্থাপনা ছিল নাজুক প্রকৃতির।

এ উপজেলার ভূমি সেবা থেকে শুরু করে, মাদক, অবৈধ খাস জমি দখল উচ্ছেদ,খাল পুনরুদ্ধার, বাল্যবিবাহ প্রতিরোধ,ইভটিজিং রোধ,দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ, যানযট নিরোসন,নকল দুধ উৎপাদন,ভেজাল ঘি,চায়না দুয়ারী জাল ও আইন শৃঙ্খলাসহ সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন একজন তরুন, দায়িত্বশীল সাহসী, নির্ভিক কর্মকর্তা সহকারী কমিশনার ভূমি ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সানাউল মোর্শেদ।

গত ১লা জুলাই ২০২৪ এ ফরিদপুর উপজেলায় এসিল্যান্ড হিসাবে যোগদান করেন।যোগদানের পরপর তিনি ফরিদপুর পৌরসভার প্রশাসক এর পাশাপাশি পুংগলী ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসাবে ন্যায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন। এছাড়াও তিনি বনওয়ারীনগর বণিক সমিতি সভাপতি দায়িত্ব অন্তত দক্ষতার সঙ্গে পালন করেছেন। ফরিদপুর পৌরসভার প্রশাসকের দায়িত্ব গ্রহনের পর বিভিন্ন ধরনের উন্নয়ন কার্যক্রম শুরু করেন। বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন, অনলাইন সনদ বজ্য ব্যবস্থাপনা, মশক নিধন, সড়ক বাতি, উপজেলা মাঠ সংস্কার,প্রেসক্লাব,মুক্ত মঞ্চ,ড্রেনেজ ব্যবস্থা পরিষ্কার সহ শিশু বিনোদন মুলুক পার্ক নির্মান করেন।

গত (১৬) মাসে তিনি বিভিন্ন আইনে ৯৬ টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন।তার মধ্য হতে বিভিন্ন মেয়াদে ২৪ জনকে কারাদণ্ড সহ অনন্যা জনকে মোট ৩১,২২,০৫০০/একত্রিশ লাখ বাইশ হাজার পাঁচশত টাকা অর্থদণ্ড প্রদান করেন।

নামজারী ও মিস কেস সহ প্রায় (১২০০০) বারো হাজারের বেশি মামলা নিস্পত্তি করেছেন। ভূমি উন্নয়ন কর আদায়ে ব্যপক ভূমিকা পালন করেছেন।গত চলতি বছরে ১,৬৮,০০০০০/= এক কোটি আটষট্টি লাখ টাকা আদায় করেন। ভিপি (ক) তফসিল ভুক্ত জায়গা বকেয়া লিজ নবায়ন রাজস্ব থেকে প্রায় ১৬,৩২০০০/-ষোল লাখ বত্রিশ হাজার টাকা আদায় করেন। হাট বাজার বকেয়া রাজস্ব থেকে ১৫,০০,০০০/- পনোরো লাখ টাকার অধিক টাকা আদায় সহ ২০ একরের অধিক কৃষি ও অকৃষি খাস জমির অবৈধ দখল উচ্ছেদ ও উদ্ধার করেন যার আনুমানিক মূল্য ১২ কোটির টাকার মতো।খাল দখল মুক্ত ১৬,৩২২২৯/= ষোল লাখ বত্রিশ হাজার দুই শত উনত্রিশ টাকা আদায় সহ খাস জমি দখল মুক্ত করেন।

এক ভূমি সেবা গ্রহিতা মো. ঝন্টু মিয়া বলেন, আমি আমার একটি নামজারীর জন্য আবেদন করেছিলাম, আমি সেই নামজারী টা খুব অল্প সময়ের মধ্যে করতে পেরেছি। আরেক ভূমি সেবা গ্রহিতা মো. তরিকুল ইসলাম বলেন, আমার একটা মিস কেস খুব অল্প সময়ের ভিতর শেষ হয়েছে এবং কাগজ পত্র যাচাই বাছাই করে আমাদের এসিল্যান্ড সাহেব রায় প্রদান করেছেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে, মো. সানাউল মোর্শেদ বলেন, আমি চাই এই অবহেলিত ফরিদপুর উপজেলা সর্ব দিক দিয়ে এগিয়ে থাক। আমার এই ভূমি সেবা পেতে যেন সাধারণ মানুষ কোন প্রকার হয়রানি শিকার না হয় সেই দিক আমার বিশেষ নজরদারি থাকবে এবং আমার মোবাইল কোর্ট অভিযানে যে জরিমানা করা তা শুধু সবাইকে সচেতন তৈরি করা,কোন শাস্তি প্রদান করা নয়। তবে এখানে শুধু আমার একার পক্ষে এমন অপরাধ রোধ করা সম্ভব নয়।এখানে আইনের প্রতি শ্রদ্ধা রেখে সামাজের সকলে প্রচেষ্টায় এমন অপরাধ রোধ করা সম্ভব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর