নওগাঁর রাণীনগরে অপারেশন ডেভিলহান্ট ফেস-টু অভিযানে বিস্ফোরক মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে থানাপুলিশ। শুক্রবার তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত দুইজন হলেন, উপজেলার কাশিমপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুর রশিদ (৫৫) ও মিরাট ইউনিয়নের ৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোতালেব হোসেন (৪২)।
রাণীনগর থানার ওসি মো. আব্দুল লতিফ বলেন, বৃহস্পতিবার রাতে উপজেলার কুজাইল ও আতাইকুলা এলাকায় অপারেশন ডেভিলহান্ট ফেস-টু অভিযান চালিয়ে তাদের দুইজনকে গ্রেফতার করা হয়। রাণীনগর উপজেলা বিএনপির পার্টি অফিসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলার সন্ধিগ্ধ আসামি। শুক্রবার তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।