বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৬ অপরাহ্ন

ই-পেপার

হিরোইন-ইয়াবাসহ গুরুদাসপুরে ২১ মামলার আসামী ভম্বু, স্ত্রী ও সহযোগি গ্রেপ্তার

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫, ৪:৫২ অপরাহ্ণ

নাটোরের গুরুদাসপুরে হত্যা, চুরি, ছিনতাই, ডাকাতিসহ ২১ মামলার আসামী মাদক সম্রাট শহিদুল ইসলাম ভম্বুকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার স্ত্রী তানিয়া আক্তার সুর্য (৪০) ও সহযোগি রুবেল আলীকেও (২৯) গ্রেপ্তার করা হয়।

রবিবার রাতে অভিযান চালিয়ে উপজেলার যোগেন্দ্রনগর গ্রামের নিজ বাড়ি থেকে তাদের মাদক দ্রব্যসহ গ্রেপ্তার করা হয়। অভিযানে ১০৭ পিচ ইয়াবা, ২৪৫টি হিরোইনের পুরিয়া ও মাদক বিক্রির নগদ ৫৬ হাজার ৫৭০ টাকা জব্দ করা হয়।

থানা পুলিশ জানায়, ভম্বুর বিরুদ্ধে হত্যা, চুরি, ডাকাতিসহ মোট ২১টি মামলা রয়েছে। তার স্ত্রী তানিয়া আক্তারের বিরুদ্ধে রয়েছে ৯টি মাদক মামলা। একই গ্রামের রুবেল দীর্ঘদিন ধরে তাদের মাদক কারবারে সহযোগিতা করে আসছিল।

স্থানীয়রা জানান, ভম্বুরা মাঝেমধ্যে গ্রেপ্তার হলেও অল্পদিনের মধ্যেই বের হয়ে আবার একই অপরাধে লিপ্ত হয়। প্রকাশ্যে মাদক বিক্রি করে। তােেদর গ্রেপ্তার করায় এলাকায় স্বস্তি ফিরেছে।

গুরুদাসপুর থানার ওসি মো. দুলাল হোসেন বলেন, “গুরুদাসপুরকে মাদকমুক্ত করতে আমরা বদ্ধপরিকর। জনস্বার্থে মাদক ব্যবসায়ীদের শেকড় উপড়ে ফেলতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর