রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০৪:২৯ অপরাহ্ন

ই-পেপার

বাগাতিপাড়ায় ৫ হাজার ৮৩২টি গাছ কর্তন

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ২২ জানুয়ারি, ২০২২, ২:৪০ অপরাহ্ণ

নাটোরের বাগাতিপাড়ায় রাতের আধারে দু-কৃষকের ড্রাগন ও কলা বাগানের ৫ হাজার ৮৩২টি গাছ কর্তন করেছে দুর্বৃত্তরা। এতে তাদের ¶তি হয়েছে প্রায় ১৬লক্ষ টাকা। বৃহস্পতিবার রাতে উপজেলার দয়ারামপুর ইউনিয়নের বাটিকামারি গ্রামে নদীর ধারে ৯ বিঘা জমির এ গাছ কর্তনের ঘটনা ঘটে। সরেজমিনে জানা যায়, পার্শ্ববর্তী চারঘাট উপজেলার রবিউল ইসলাম বাটিকামারি এলাকায় বড়াল নদীর ধারে ৪ বিঘা জমি লিজ নিয়ে ৮’শ ৩২টি কলাগাছ রোপন করেন। এর এক মাস পরই কলা বাগান থেকে কলা বাজারজাত করার কথা থাকলেও বৃহস্পতিবার রাতে কলার গাছ কেটে বিনষ্ট করে ৬ লক্ষ টাকার ক্ষতি করেছে দুর্বৃত্তরা। এছাড়া একই মাঠে বাঘা উপজলার রেজাউল করিম ৫ বিঘা জমি লিজ নিয়ে ৫ হাজার ড্রাগন গাছ লাগান। ওই রাতে সেই ড্রাগন বাগানের সব গাছ কেটে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি করেছে দুর্বৃত্তরা। এঘটানার সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলক শাস্তি দাবি করেন বাগান মালিকরা।
বাগাতিপাড়া মডেল ওসি সিরাজুল ইসলাম বলেন, ঘটনাটি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। এই কাজে জড়িতদের দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

 

 

চলনবিলের আলো/আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর