রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০২:০৯ অপরাহ্ন

ই-পেপার

বাগাতিপাড়ায় গার্ডেন টিলার ও প্রণোদনার বীজ বিতরণ

রায়হান আলী, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ৯ জানুয়ারি, ২০২২, ৩:৩৬ অপরাহ্ণ

নাটোরের বাগাতিপাড়ায় ২২টি গার্ডেন টিলার ও ৭০জন কৃষকের মাঝে প্রণোদনার বীজ বিতরণ করা হয়েছে। রবিবার (৯ জানুয়ারি) সকালে জিমনেসিয়াম হল রুমে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ৭০% ভুর্তুকীতে গার্ডেন টিলার ও ৭০জন কৃষকে প্রণোদনার বীজ বিতরণ করা হয়। এবং একই সময়ে ২৫টি ধর্ম প্রতিষ্ঠান ও ৩টি রাস্তার জন্য টিআর, নগদ অর্থ বিতরণ করা হয় মোট-১৯ লাখ ৮৩ হাজার ৬৬৬ টাকা বিতরণ করা হয়।

এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দেবী পাল’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যর মাধ্যমে উপজেলা কৃষি কর্মকর্তা মোমরেজ আলী জানান, গার্ডেন টিলার যন্ত্রের মাধ্যমে কৃষক একই সাথে বাগানের পরিচর্যা ও চাষ করতে পারবেন। ফলে কৃষকের উৎপাদন খরচ অনেকাংশে কমে যাবে এবং কৃষকের আয় বাড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 

 

#চলনবিলের আলো / আপন

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর