নাটোরের বড়াইগ্রামের তিরাইলে বাবার দেওয়া সম্পত্তির ৩ শতাংশ জমিতে রোপন করা বিভিন্ন জাতের গাছ কেটে দেওয়ার অভিযোগ করেছে তিড়াইলের ফজলুর রহমানের ছেলে রিপন ইসলাম(২৫)। অভিযোগ সূত্রে জানা যায়,তিরাইল মৌজার খাতিয়ান নং ৩১০,দাগ নং ৪৫৪ এর দাদার ১০.৩১ শতাংশ জমি ওয়ারিশ সূত্রে পায় রিপনের বাবা ফজলুর রহমান যার ৩ শতাংশ জমি রিপনের নামে দলিল করে লিখে দেয় ফজলুর রহমান। লিখে দেওয়ার পর থেকে ঐ জমি রিপন ইসলাম ভোগ দখল করে আসছে। গত ২২-১০-২০২১ ইং তারিখে দুপুর ২ টার দিকে একই গ্রামের মৃত ময়েন উদ্দিন প্রামানিকের ছেলে জামাল হোসেন (৫২) এবং জামাল হোসেনের ছেলে আহাম্মেদ বুলবুল (২৮) জমিতে প্রবেশ করে এবং জমিতে রোপন করা জিগা,পেয়েরা ও মেহগুনী গাছ কর্তন করে। রিপন ইসলাম বলেন,এই জমি আমার বাবা আমাকে লিখে দিয়েছে। লিখে দেওয়ার পর থেকেই এই জমি আমার ভোগ দখলে রয়েছে। আমার জমিতে আমি বিভিন্ন জাতের গাছ রোপন করি। কিন্তু হঠাৎ করে উল্লেখিত বিবাদিরা অবৈধভাবে আমার জমিতে প্রবেশ করে গাছ কেটে আমার অনেক টাকার ক্ষতি সাধন করে। গাছ কাটার কারণ জানতে চাইলে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং খুনজখমের ভয়ভীতি দেখায়। বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম বলেন,অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
#চলনবিলের আলো / আপন