নাটোরের বড়াইগ্রামে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল রবিবার ভোর চারটার দিকে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপালে মৃত্যু বরণ করেন।
কিশোরের নাম রেজওয়ানুল বারি রাহাত (১৪)। সে রাজাপুর হাটের রবিউল ইসলামের ছেলে ও স্থানীয় মিছবাহুল উলুম হাফিজিয়া মাদ্রাসার ছাত্র।
পারিবারিক সুত্রে জানা যায়, সে রাজাপুর বাজারে অসুস্থ হয়ে পড়ে। স্থানীয় একটি বেসরকারী হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য ভর্তি করা হয়। অবস্থার অবনতী হলে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।
বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আশাদুজ্জামান বলেন, এ ধরণের তথ্য আমার জানা নেই।
#চলনবিলের আলো / আপন