বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৫ অপরাহ্ন

ই-পেপার

সিংড়ার ৪০০ অসহায় পরিবারে হাসি ফোটাল কালের কণ্ঠ শুভসংঘ

সিংড়া প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ১৬ আগস্ট, ২০২১, ১১:৫৭ অপরাহ্ণ

নাটোর জেলার সিংড়া উপজেলায় ৪০০ অসহায় ও দুস্থ পরিবারের মুখে হাসি ফুটিয়েছে কালের কণ্ঠ শুভসংঘ। বসুন্ধরা গ্রুপের সহায়তায় প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাল, তিন কেজি ডাল ও তিন কেজি আটা দেওয়া হয়। এর মাধ্যমে নাটোর জেলার তিন হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। আজ সোমবার উপজেলার সিংড়া দমদমা পাইলট স্কুল অ্যান্ড কলেজ মাঠে স্বাস্থ্যবিধি মেনে এ খাদ্য সহায়তা দেওয়া হয়।

স্বামী নেই ময়না বেগমের। ছোট এক ছেলে আছে। মানুষের বাড়িতে কাজ করেন তিনি। মাসে সাড়ে তিন হাজার টাকা পান। এই উপার্জনেই ছেলেকে নিয়ে খেয়ে-পরে বেঁচে আছেন। বসুন্ধরা গ্রুপের খাদ্য সহায়তা পেয়ে মুখে হাসি ফুটেছে তার। ময়না বলেন, আমাগরে দান করে অনেক ভালো করিছে। তাকে আরো ধন-সম্পদ দেক। ছেলে-মেয়ে সুস্থ থাক। আখেরাতে তার ভালো হোক।
রহিমা নামের আরেক বিধবা উপকারভোগী বলেন, আমার স্বামী নাই। বেটা-বেটির তিনটা বাচ্চা আমারতে থাকে। সৎ মা তাগোরে রাহে না। আমি খয়রাত কইরা তাগো নিয়া খাই। আজকে তোমাগর দান পাইলাম। আল্লা হেফাজত করুক। আরো দাত খয়রাত করার তৌফিক দিক।

খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমে উপস্থিত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এম সামিরুল ইসলাম বলেন, বসুন্ধরা গ্রুপের সহায়তায় কালের কণ্ঠ শুভসংঘের উদ্যোগে আজকের খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম একটি প্রশংসনীয় উদ্যোগ। সারা দেশের দুই লাখ মানুষের মাঝে বসুন্ধরা গ্রুপ খাদ্যসামগ্রী বিতরণের এই উদ্যোগ নিয়েছে। সেই হিসেবে আমাদের নাটোর জেলায় তিন হাজার পরিবারকে এ সহায়তা দিয়েছে। এ কাজে যারা সম্পৃক্ত রয়েছেন আমি সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। এ ছাড়া করোনাকালে এমন মহৎ উদ্যোগ নেওয়ায় আমি বসুন্ধরা গ্রুপকেও আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন সিনিয়র সহকারি পুলিশ সুপার (সিংড়া সার্কেল) জামিল আকতার, সহকারি কমিশনার (ভূমি) রকিবুল হাসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুল হাসান কামরান, দমদমা পাইলট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু, কালের কণ্ঠ শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, কালের কণ্ঠ জেলা প্রতিনিধি রেজাউল করিম রেজা, কালের কন্ঠ সিংড়া উপজেলা প্রতিনিধি এমরান আলী রানা, ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান, ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম, শুভসংঘের কেন্দ্রীয় কমিটির সদস্য শরীফ মাহ্দী আশরাফ জীবন, নাটোর জেলা শাখার সভাপতি মো. মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক সুষ্ময় দাস, সিংড়া উপজেলা শাখার সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক সোহেল আহমেদ জীবন, বাবুল হাসান, শহিদুল ইসলাম, জাকারিয়া মাসুদ, ফায়সাল আহমেদ, পপি খাতুন, খুশি খাতুন, কাবিল উদ্দিন, কাওসার আহমেদ, আব্দুল মালেক।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর