বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১০ অপরাহ্ন

ই-পেপার

গুরুদাসপুরে স্বাস্থ্যবিধি মেনে জাতীয় শোক দিবস পালন

মো. আখলাকুজ্জামান, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ১৫ আগস্ট, ২০২১, ৪:০১ অপরাহ্ণ

নাটোরের গুরুদাসপুরে স্বাস্থ্যবিধি মেনে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে স্থানীয় পত্রিকাগুলোতে জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল কুদ্দুস এমপি সহ অনেকেই পৃথকভাবে বাণী দিয়েছেন। এসব বাণীতে ১৫ আগস্টে শাহাদাত বরণকারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের অম্লান স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়েছে।

দিবসটি পালন উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে রোববার সকাল ৯টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, থানা পুলিশ, বীর মুক্তিযোদ্ধা, উপজেলা ও পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, ফায়ার সার্ভিস, অফিসার্স ক্লাব, পল্লীবিদ্যুৎ, স্বাস্থ্য কমপ্লেক্স, সোনালী বাংক লিঃ এর কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। অনুরুপভাবে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সেও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পার্ঘ্য অর্পন করেন।

এরপর সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ হলরুমে ইউএনও মো. তমাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বঙ্গবন্ধুর জীবন ও মহান কীর্তির ওপর আলোকপাত করে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য মো. আব্দুল কুদ্দুস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মো. শাহনেওয়াজ আলী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরকার এমদাদুল হক, পৌর আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান মো. জাহিদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আলাল শেখ ও রোকসানা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) মো. আবু রাসেল, ওসি মো. আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা মো. শাহাদত হোসেন, আওয়ামী লীগ নেতা আলহাজ¦ আব্দুল বারী প্রমুখ।

আলোচনা সভায় বঙ্গবন্ধুর হুবহু ভাষণ শুনিয়ে সবাইকে মুগ্ধ করেন প্রভাষক রেজাউল করিমের প্রথম শ্রেণির শিশুপুত্র মো. মুগ্ধ। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলা ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও মহল্লায় বঙ্গবন্ধুসহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনায় তাবারক বিতরন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর