বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৪ অপরাহ্ন

ই-পেপার

বড়াইগ্রামে আ:লীগ নেতার বিরুদ্ধে হাতুরি দিয়ে পা ভেঙ্গে দেওয়ার অভিযোগ

নাটোর প্রতিনিধিঃ
আপডেট সময়: রবিবার, ১৫ আগস্ট, ২০২১, ১০:২৮ পূর্বাহ্ণ

নাটোরের বড়াইগ্রামে আহসান হাবীব (৪৫) নামের এক ব্যাক্তিকে হাতুরি দিয়ে পা ভেঙ্গে দেওয়ার অভিযোগ উঠেছে জোনাইল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলামের বিরুদ্ধে। শনিবার সকাল সাড়ে ৮টার সময় উপজেলার জোনাইল ইউপি পরিষদের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে। আহসান হাবীব উপজেলার খাকসা গ্রামের আমজাদ হোসেনের পুত্র। আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভ্যান চালক আলাল উদ্দিন বলেন, শনিবার জোনাইল সাপ্তাহিক হাট বসে। হাটের কারণে রাস্তায় যানযটের সৃষ্টি হয়। নজরুল ইসলামের পুকুরের মাছ বিক্রি করার জন্য শ্যালো ইঞ্জিন চালিত ভটভটি করে জোনাইল হাটে প্রবেশ করার সময় যানজটে আটকে যায়। হাটে মাছের গাড়ী প্রবেশ করতে দেড়ী হওয়ায় কয়েকটি ব্যাটারি চালিত চার্জার ভ্যানের সামনে হ্যান্ডেলের সাথে থাকা ঝুড়ি ভেঙ্গে দেয় নজরুল ইসলাম। ব্যাটারি চালিত চার্জার ভ্যানের যাত্রী আহসান হাবীব প্রতিবাদ করলে নজরুল ইসলাম (৪৫), কুশমাইল গ্রামের খলিলের পুত্র মিন্টু (৩৫), দিঘইর গ্রামের আলমাস শেখ পুত্র আরিফ শেখ (৩৭) লোহার হাতুরি দিয়ে পিটিয়ে ডান হাঁটুর নিচে ভেঙ্গে দেয়।

নজরুল ইসলাম বলেন, ভ্যান চালকদের মধ্যে হাতাহাতি করার সময় পরে গিয়ে আহত হয়েছে। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে।

বড়াইগ্রাম থানার পরিদর্শক নজরুল ইসলাম বলেন, থানায় কেউ কোন অভিযোগ করে নাই। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর