করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রথম থেকেই মাঠে রয়েছে নাটোরের গুরুদাসপুর উপজেলা প্রশাসন। উপজেলার বৃহৎ চাঁচকৈড় বাজারে সোমবার বেলা ১২টার দিকে জনসচেতনামূলক প্রচারণা চালিয়ে বাজারের ক্রেতা-বিক্রেতাদের মাঝে উন্নতমানের মাস্ক বিতরণ করেন ইউএনও মো. তমাল হোসেন।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তমাল হোসেন বলেন, করোনা সংক্রমন থেকে রক্ষা পেতে সরকার যে বিধিনিষেধ আরোপ করেছে, জনসাধারনকে অবশ্যই সেই নির্দেশনা মেনে চলতে হবে। সকলকে মাস্ক পরিধান করে ও সামাজিক দূরত্ব বজায় রেখে চলার অনুরোধ জানান তিনি।
এরপর দুপুর ১টার দিকে ইউএনওর নির্দেশে চাঁচকৈড় বাজারের বিভিন্ন দোকানে “নো মাস্ক নো সার্ভিস” বাস্তবায়নে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. আবু রাসেল। এসময় স্বাস্থ্যবিধি না মেনে চলায় ও মাস্ক না পড়ার কারণে ভ্রাম্যমান আদালতে ৯টি মামলা হলে মোট ১ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়। মাস্ক বিতরণ ও প্রচার অভিযানে গুরুদাসপুর থানা পুলিশ এবং স্বেচ্ছাসেবক টিমের সদস্যরা উপস্থিত ছিলেন।
#চলনবিলের আলো / আপন