মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০৫ পূর্বাহ্ন

ই-পেপার

গুরুদাসপুর পৌরসভার ৪শ হতদরিদ্রকে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান

মো:আখলাকুজ্জামান,গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ৫ মে, ২০২১, ১২:৩৩ অপরাহ্ণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া মানবিক সহায়তার নগদ অর্থ পেলেন নাটোরের গুরুদাসপুর পৌরসভার ৪০০ হতদরিদ্র। বুধবার সকাল ৯টায় পৌরসভার চত্বরে মাথাপিছু ৫০০ টাকা করে মোট ২ লাখ টাকা মানবিক সহায়তা প্রদান করা হয়।

এ উপলক্ষে পৌরসভা চত্বরে মেয়র মো. শাহনেওয়াজ আলীর সভাপতিত্বে করোনা থেকে সুরক্ষিত থাকার বিষয়ে এক আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) মো. আবু রাসেল, কাউন্সিলর শেখ সবুজ, পৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক অশোক কুমার গোষ্মামী ও পৌর যুবলীগের সভাপতি তাহের সোনার প্রমূখ। এসময় বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর ও হতদরিদ্র পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

পৌর মেয়র শাহনেওয়াজ বলেন, প্রথম দফায় (৫ মে) প্রধানমন্ত্রীর দেওয়া মানবিক সহায়তা ৫০০ টাকা করে পেলেন ৪০০ জন হতদরিদ্র নারী-পুরুষ। ১০ মে দ্বিতীয় দফায় ৪৫০ টাকা করে পাবেন ৪ হাজার ৬২১ জন এবং তৃতীয় দফায় ৭০০ জনকে ১০ কেজি করে চাল দেওয়া হবে।

 

#আপন_ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর