মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০৫ পূর্বাহ্ন

ই-পেপার

নাটোরের বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

মোঃশাহ আলম, স্টাফ রিপোর্টারঃ
আপডেট সময়: সোমবার, ৩ মে, ২০২১, ৯:৪৭ অপরাহ্ণ

‘তথ্য জনগণের পণ্য’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়েছে। সোমবার বিকেলে এ উপলক্ষে বনপাড়াস্থ নিউ কফি হাউজ এন্ড চাইনিজ রেস্টুরেন্টে আলোচনা সভা এবং করোনা মুক্ত পৃথিবী বিনির্মাণে দোয়া অনুষ্ঠান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস। প্রেসক্লাবের সভাপতি অমর ডি কস্তা’র সভাপতিত্বে ও সহ-সম্পাদক দেলোয়ার হোসেন লাইফের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক পিকেএম আব্দুল বারী।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজি, শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতাউর রহমান আতা, বনপাড়া হাইওয়ে থানার ওসি খন্দকার শফিকুল ইসলাম, বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রাশেদুল ইসলাম, বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রহিম প্রমুখ।

 

অনুষ্ঠানে বড়াইগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম মৃধা, ওয়ার্ড কাউন্সিলর শামসুন্নাহার শিরিন, কেন্দ্রীয় প্রেসক্লাবের সহ-সম্পাদক গোলাম সাকলাইন শুভ, তথ্য প্রযুক্তি সম্পাদক সুরুজ আলী, দপ্তর সম্পাদক রাজু আহমেদ, কার্যকারী সদস্য জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ শাহ আলম,মুজাহিদ হোসেন, সহ অন্যান্য সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

#আপন_ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর