বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৪:২০ পূর্বাহ্ন

ই-পেপার

রামগড়ে পিকআপ-সিএনজি মুখোমুখী সংঘর্ষে আহত-৩

বেলাল হোসাইন,খাগড়াছড়ি:
আপডেট সময়: বুধবার, ২১ এপ্রিল, ২০২১, ৬:১৮ অপরাহ্ণ

খাগড়াছড়ির রামগড়ে প্রাণ আরএফএল’র গ্রুপের পিকআপ ভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ৩জন আহত হয়েছে। বুধবার (২১এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার পাতাছড়া এলাকায় রামগড়-খাগড়াছড়ি সড়কে এ দূর্ঘটনা ঘটে। আহতরা হলেন, রামগড় গর্জনতলীর সিএনজি চালক মোঃ জামাল উদ্দিন (৪৫), রামগড়ের মানিকচন্দ্র পাড়ার কলেজ ছাত্রী চিত্তরানী ত্রিপুরা (২০) ও হাবিবুর রহমান (৮০)। প্রত্যক্ষদর্শীরা জানান, খাগড়াছড়ি থেকে ফেনী গামী প্রাণ-আরএফএল গ্রুপের একটি পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো – অ ১৩-০৫৯০) ও রামগড় থেকে পাতাছড়া গামী একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজিটি দুমড়েমুচড়ে যায়। এসময় সিএনজির চালক ও যাত্রীরা ভিতরে আটকে চিৎকার করলে পথচারীদের সহায়তায় তাদের উদ্ধার করে রামগড় হাসপাতালে প্রেরণ করা হয়। রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সামসুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে পিকআপ ভ্যানের চালাকসহ ভ্যানগাড়ি ও সিএনজি আটক করে থানা নিয়ে আসা হয়েছে।

 

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর