মানিকগঞ্জ দৌলতপুর আমতলী ফেদু শেক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবর রহমানকে দুর্নীতির অভিযোগে অব্যাহতি দিয়েছে দৌলতপুর উপজেলা প্রশাসন। সহকারী প্রধান শিক্ষক নিরঞ্জন কুমার সরকার (ভারপ্রাপ্ত) হিসেবে সাময়িক দায়িত্ব দেয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আহসানুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। সূত্রে যায়, মানিকগঞ্জের দৌলতপুরে আমতলী ফেদু শেখ উচ্চ বিদ্যালয়। আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবর রহমানের স্বেচ্ছাচারিতা, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে স্কুলের ছাত্ররা মানববন্ধন, মিছিল ও সমাবেশ করে আসছে । বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের দাবি প্রধান শিক্ষক ও সভাপতিকে নিয়ে লক্ষ লক্ষ টাকা দুর্নীতি করে আত্মসাৎ করেছে। অভিযুক্ত প্রধান শিক্ষক মজিবর রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি ফোন বন্ধ থাকা। এ বিষয়ে শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এ ঘটনায় তদন্ত করে সত্যতা পাওয়ায় ৩১ ডিসেম্বর মঙ্গলবার প্রধান শিক্ষককে অব্যাহতি দিয়েছেন। অপরদিকে প্রধান শিক্ষকের বিরুদ্ধে আনীত অভিযোগের বিষয়টি তদন্তের জন্য উপজেলা কৃষি অফিসার মো. রেজাউল হক আহবায়কে করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ বিষয়ে তদন্ত কমিটির আহবায়ক উপজেলা কৃষি অফিসার রেজাউল হক বলেন, তদন্তের জন্য আমরা বিদ্যালয়ে গিয়েছিলাম। প্রধান শিক্ষকের বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা পাওয়া গেছে। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আহসানুল আলম বলেন প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ পাওয়ার পর তদন্ত কমিটি করে তদন্তের জন্য দায়িত্ব দেয়া হয়েছে। তদন্ত প্রতিবেদনে আর্থিক অনিয়মের সত্যতা পাওয়ার কারণে প্রধান শিক্ষক মজিবর রহমানকে প্রাথমিকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। অফিসিয়ালি কার্যক্রম চালুর রাখার জন্য সহকারী প্রধান শিক্ষককে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেয়া হয়েছে।