পাবনায় রাজনৈতিক ছদ্মবেশে চাঁদাবাজি, দখলবাজি ও রাহাজানির মত অপরাধ প্রতিরোধে কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিয়ে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) শহীদ বুলবুল সরকারি কলেজ শাখার আয়োজনে কলেজের দ্বিতীয় ক্যাম্পাসে এ সংলাপ অনুষ্ঠিত হয়। এতে গবেষণা ও পরামর্শসহ নানাবিধ বুদ্ধিবৃত্তিক সহযোগিতা করেছে সামাজিক সংগঠন ছবির গল্প ও আজকের প্রজন্ম ফোরাম। ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক কাইউম উল হাসানের সঞ্চালনায় সংলাপে সরকারি এডওয়ার্ড কলেজ, শহীদ বুলবুল সরকারি কলেজ, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং আর্মি ইনস্টিটিউট অব বিজনেস এডমিনিস্ট্রেশনের শিক্ষার্থীরা অংশ নেন। সংলাপে স্বাগত বক্তব্য রাখেন শহীদ বুলবুল সরকারি কলেজ জাসাসের সমন্বয়ক শেখ মামুন।
সংলাপে শিক্ষার্থীরা ন্যায্যতা ও সাম্যতার ভিত্তিতে সমাজ ও রাষ্ট্র গঠনের আকাঙ্খা ব্যক্ত করেন। এক্ষেত্রে রাজনৈতিক ছদ্মবেশে সমাজ ও রাষ্ট্রে অপকর্ম প্রতিরোধে রাজনৈতিক দলগুলোকে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান তারা। শিক্ষার্থীরা বলেন, রাজনৈতিক পরিচয়ে নিজের স্বার্থ হাসিলে বাজার-ঘাট ও বালুমহালসহ বিভিন্ন জায়গায় নানা অপকর্ম করে বেড়ান সুযোগ সন্ধানীরা। আগামীর বাংলাদেশে এসব দেখতে চান না বলেও জানান শিক্ষার্থীরা। এই লক্ষ্যে অযোগ্য ও নীতি-আদর্শ বিবর্জিত লোকদের রাজনীতিতে সম্পৃক্ত না করার পরামর্শ দিয়ে শিক্ষার্থীরা বলেন, মেধাবী ও আদর্শবান তরুণদের রাজনীতিতে আনতে হবে। ভোগবিলাসী নয়, ত্যাগী ও সেবার মানসিকতা নিয়ে রাজনীতিতে আসতে হবে বলেও জানান তারা। একইসাথে তারা বলেন, এসব দস্যুবৃত্তির বিরুদ্ধে লড়াই কেবল রাজনৈতিক দলগুলোর একার লড়াই নয় বরং শিক্ষার্থী-পেশাজীবিসহ সকল নাগরিকের লড়াই।
সংলাপে শিক্ষার্থী ও দর্শকদের উদ্দেশ্যে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। টেলিফোনে দেয়া বক্তৃতায় তারা দুজনেই রাজনৈতিক ছদ্মবেশে দস্যুবৃত্তির বিরুদ্ধে দলগুলোর লড়াইয়ে সচেতন নাগরিকদের পাশে থাকার আহবান জানান। সংলাপে সভাপতির পর্যালোচনামূলক বক্তব্যে পাবনা জেলা জাসাসের আহবায়ক সাংবাদিক খালেদ হোসেন পরাগ মেধাবী, আদর্শবান ও যোগ্য তরুণদের রাজনীতিতে আসার ব্যাপারে জোর দেন।