শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন

ই-পেপার

আটঘরিয়ায় শ্রমিক দলের নির্বাচনী প্রচারণা বিষয়ে আলোচনা সভা

আটঘরিয়া(পাবনা)প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ১:০৩ পূর্বাহ্ণ

পাবনার আটঘরিয়া উপজেলা শ্রমিক দলের আয়োজন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচার প্রচারণা বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার ১৬ জানুয়ারি বাদ আসর পৌর সভার জালালের ঢালে পৌর শ্রমিক দলের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম।
উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন পৌর শ্রমিক দলের সভাপতি আলামিন হোসেন, সাধারণ সম্পাদক শেখ রাজু আহমেদ সাদ্দাম হোসেন, চাঁদভা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি শফিউল ইসলাম কিরণ,
সাধারণ সম্পাদক মো : হযরত আলী, মাজপাড়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আহাদ আলী, দেবোত্তর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আরজু, একদন্ত ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক জিল্লাল হোসেন।
উক্ত আলোচনা সভায় উপজেলা,পৌর ও ইউনিয়ন শ্রমিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় উপজেলা শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম নজু শ্রমিক দলের নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হবে।
এরই ধারাবাহিকতায় আমাদের উপজেলার যে সকল নেতৃবৃন্দ আছেন আমাদের নেতা ধানের শীষের মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিবকে বিজয় করতে হবে। প্রত্যেক নেতাকর্মীরা প্রতিটি গ্রামের মা- বোন,চাচা চাচি,খালা ফুফু সহ সকল শ্রেণি পেশার মানুষের কাছে হাবিব ভাইয়ের জন্য ধানের শীষের ভোট চাইতে হবে।
এবিষয়ে উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি জানান, পাবনা-৪ আসনের ধানের শীষের প্রার্থী হাবিব ভাইকে বিজয় করতে হবে।
শ্রমিক দলের প্রত্যেক নেতারা পাড়া মল্লায, বাজার ঘাটে, চায়ের দোকানে গিয়ে ধানের শীষের ভোট প্রার্থনা করতে হবে। এবং হাবিব ভাইকে ধানের শীষের ভোট দিয়ে বিজয়ী করে সংসদে পাঠাবো ইনশাল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর