শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন

ই-পেপার

লামায় হাতির ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ

মোঃ নাজমুল হুদা, বান্দরবান প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ২:৫০ অপরাহ্ণ

বান্দরবানের লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ব্যক্তি এবং সামাজিক বনায়নের উপকারভোগীদের মাঝে চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) লামা বন বিভাগের রেস্ট হাউজ চত্বরে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক ড. মোল্যা রেজাউল করিম। সভায় সভাপতিত্ব করেন লামা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রুবায়েত আহমেদ, সহকারী বন সংরক্ষক মাসুদ আলম, লামা সদর রেঞ্জ কর্মকর্তা কে এম কবির উদ্দিনসহ বন বিভাগ ও প্রশাসনের কর্মকর্তারা।
বক্তারা বলেন, বন্যহাতি ও মানুষের সহাবস্থান নিশ্চিত করতে ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণ প্রদান জরুরি। পাশাপাশি সামাজিক বনায়নের মাধ্যমে বন সংরক্ষণ ও স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন সম্ভব হচ্ছে।
আলোচনা সভা শেষে বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ব্যক্তি এবং সামাজিক বনায়নের উপকারভোগীদের মাঝে আনুষ্ঠানিকভাবে চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সুশীল সমাজের প্রতিনিধি, স্থানীয় সাংবাদিক, সামাজিক বনায়নের অংশীদার, ক্ষতিগ্রস্ত পরিবার ও বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর