শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন

ই-পেপার

বেলকুচিতে প্রতিবন্ধীদের হুইল চেয়ারসহ সহায়তা সামগ্রী বিতরণ

কে,এম আল আমিন, নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ১:০৫ পূর্বাহ্ণ

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় রাজস্ব উন্নয়ন তহবিল ২০২৫-২৬ অর্থবছরের আওতায় গতকাল দুপুরে প্রতিবন্ধী,নারী ও যুব সমাজের জীবনমান উন্নয়নে বিভিন্ন সহায়তা সামগ্রী ও প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা প্রশাসক মো: আমিনুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো: আমিনুল ইসলাম বলেন,”প্রতিবন্ধী ও কর্মক্ষম জনগোষ্ঠীকে স্বাবলম্বী করে গড়ে তুলতে সরকার পরিকল্পিতভাবে কাজ করে যাচ্ছে। রাজস্ব উন্নয়ন তহবিলের মাধ্যমে গৃহীত এসব উদ্যোগ সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
অনুষ্ঠানে ২০ জন জন শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার,৫ জন কর্মক্ষম প্রতিবন্ধীর মাঝে মালামালসহ দোকান ঘর,২৫ জন প্রশিক্ষিত নারীদের মাঝে সেলাই মেশিন এবং যুব সমাজের ২০ জন সদস্যের মধ্যে কম্পিউটার ও ২০ জন সদস্যের মধ্যে ড্রাইভিং প্রশিক্ষণের সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ করা হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার  আফরিন জাহান বলেন,এ ধরনের সহায়তা কার্যক্রম প্রতিবন্ধী,নারী ও যুব সমাজের আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার (ভূমি) ইশরাত জাহান,বেলকুচি থানা অফিসার ইনচার্জ শেখ ফরিদ উদ্দিন,উপজেলা কৃষি অফিসার সুকান্ত ধর,উপজেলা সমাজসেবা অফিসার দেবাশীষ কুমার ঘোষ,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসনাত জাহান,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলাম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু হেলাল প্রমুখ।এ ছাড়াও স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তা,জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ,গণমাধ্যম কর্মী,উপকারভোগী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর