শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন

ই-পেপার

সিগনেচার ৯৪-এর প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বার্ষিক সাধারণ সভা ও বনভোজন অনুষ্ঠিত

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ১:০০ পূর্বাহ্ণ
oppo_0

“যেখানে বন্ধুত্ব আছে সেখানে সহযোগিতা স্বাভাবিক, আর যেখানে মানবিকতা আছে, সেখানেই মানবতার জয়”—এই স্লোগানকে সামনে রেখে সিগনেচার ৯৪-এর প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বার্ষিক সাধারণ সভা ও বনভোজন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি ২০২৬) সকাল ৮টা থেকে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সিংড়া জাতীয় উদ্যানে দিনব্যাপী এই আয়োজন অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক আনন্দঘন ও প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে সংগঠনের বিগত এক বছরের কার্যক্রম পর্যালোচনা করা হয় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। পাশাপাশি সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য ও সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় করার বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। সভা শেষে বনভোজন ও বিনোদনমূলক আয়োজনের মাধ্যমে অংশগ্রহণকারীরা আনন্দমুখর সময় কাটান।
দলুয়া স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক ও সিগনেচার-৯৪ এর সভাপতি  মোঃ শামীম আকতার সজীবের সভাপতিত্বে এবং ব্যাংকার (এসপিও) জনাব মোঃ হারুনুর রশিদ কাঞ্চনের সঞ্চালনায়  উপস্থিত ছিলেন উপদেষ্টা মোতাহার হোসেন মনি, সহ-সভাপতি আসাদুজ্জামান চৌধুরী মামুন,৬নং নিজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ আনিসুর রহমান আনিস, সমাজসেবক মোঃ সোহেল আহমেদ,আসাদুজ্জামান চৌধুরী মামুন, ব্যাংকার মোঃ শফিকুল ইসলাম শফিক,  সংগঠনের নারী বিষয়ক সম্পাদক নারগিস আক্তার কেয়া, দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ, সদস্য রুস্তম আলীসহ সিগনেচার ৯৪-এর অন্যান্য সদস্যরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সিগনেচার ৯৪ একটি সীমাবদ্ধ দাতব্য প্রতিষ্ঠান হিসেবে মানবিক ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও শিক্ষা, মানবসেবা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর