বান্দরবানের লামায় অবৈধ সেগুন কাঠ ভর্তি একটি রেজিস্ট্রেশনবিহীন পিকআপ ভ্যান জব্দ করেছে যৌথভাবে বন বিভাগ ও পুলিশ।
শুক্রবার (১৬ জানুয়ারি, ২০২৬) ভোররাত আনুমানিক ২:০০ টার সময় লামা-সুয়ালক সড়কের সরই লিচুবাগান এলাকায় এই যৌথ অভিযান চালানো হয়। সরই বন ক্যাম্পের বিট কর্মকর্তা আবদুল করিম এবং কেয়াজুপাড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা এই অভিযানে অংশ নেন।
বন বিভাগ সূত্রে জানা গেছে, পাচারকারীরা কাঠ নিয়ে যাওয়ার সময় বন কর্মকর্তা ও পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়িটি রেখে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে সেগুন গোল কাঠসহ (লট নং-১৯) জিপ গাড়িটি পরিত্যক্ত অবস্থায় জব্দ করা হয়। জব্দকৃত কাঠ ও গাড়ি বর্তমানে সরই বন ক্যাম্প অফিসের হেফাজতে রয়েছে।
সরই বন ক্যাম্পের বিট অফিসার আব্দুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সরকারি সম্পদ রক্ষায় এই অভিযান চালানো হয়েছে। জব্দকৃত কাঠ ও গাড়ির বিষয়ে একটি বন মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।