বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন

ই-পেপার

ভাঙ্গুড়ায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ৯:৩১ অপরাহ্ণ

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় জাতীয় সংসদ নির্বাচন আচরণবিধি–২০২৫ লঙ্ঘনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সিংগারি গ্রামে সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন উপজেলার সিংগাড়ী গ্রামের মো: আফসারের ছেলে মো: আল-আমিন (৪০)।

উপজেলা প্রশাসন জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নির্বাচন আচরণবিধির কঠোর বাস্তবায়ন নিশ্চিত করতে নিয়মিতভাবে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় জাতীয় সংসদ নির্বাচন আচরণবিধি–২০২৫ এর ১৮ ধারা লঙ্ঘনের অভিযোগে আল-আমিন এর বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। পরে বিধিমালার ২৭(ক) ধারায় তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভাঙ্গুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: মিজানুর রহমান জানান, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর