পাবনার ঈশ্বরদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপির চেয়ারপার্সন এবং সাবেক সফল প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র বিশিষ্ট ক্রিড়া সংগঠক প্রয়াত আরাফাত রহমান কোকোকে নিয়ে জামায়াত নেতা হামির হামজার কুরুচিপূর্ণ বিতর্কিত মন্তব্যে করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় কেন্দ্রীয় বাসটার্মিনাল থেকে বিক্ষোভ মিছিলটি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঈশ্বরদী বাজারের ১নং গেটে গিয়ে বক্তব্যের মাধ্যমে শেষ হয়।
এতে নেতৃত্ব দেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. জাকারিয়া পিন্টু। এসময় উপস্থিত ছিলেন, ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুদ্দিন আহমেদ মালিথা, পৌর বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ইসলাম হোসেন জুয়েল, মাঝপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক হোসেন, পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুর রাজ্জাক ফিরোজ, পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আতাউর রহমান পাতা, আমিনুল ইসলাম স্বপন, সাবেক কাউন্সিলর খন্দকার আমিনুল ইসলাম, বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির সভাপতি নান্নু রহমান, ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির সহ- সভাপতি ও ঈশ্বরদী পৌরসভার সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন জনি, নির্বাহী সদস্য আবুল কালাম আজাদ, ওহিদুজ্জামান মিন্টু, ঈশ্বরদী পৌরসভার সাবেক কমিশনার মহিদুল ইসলাম বাবলু, পৌর যুবদলের সাবেক সভাপতি মোস্তফা নূরে আলম শ্যামল, পৌর যুবদলের আহবায়ক জাকির হোসেন জুয়েল, পৌর যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আক্তার হোসেন নিফা, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক রেজাউল হক মুকুল, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম রিপন, আসাদুজ্জামান আসাদ, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মাহমুদ হাসান সোনামণি, পৌর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুনুর রশিদ নান্টু, সদস্য সচিব মাহমুদুর রহমান ফুল জুয়েল, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি খন্দকার তৌফিক আলম সোহেল, পৌর সেচ্ছাসেবক দল নেতা ফয়সাল ইকবাল জুয়েল, পৌর ৭নং ওয়ার্ড যুবদলের সভাপতি রিংকু শেখ, পৌর ৭নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক মিঠুন হোসেন, ছাত্রদল নেতা নাজমুল হাসান রিসাদ, মাহমুদুল ইসলাম শাওনসহ যুবদল, শ্রমিক দল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। এর আগে কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে প্রয়াত আরাফাত রহমান কোকোকে নিয়ে আমির হামজা কটুক্তিপূর্ণ বক্তব্য দেন। যা অনেকেই আপত্তিকর ও সম্মানহানিকর হিসেবে মনে করেন পরে কুক্ষ্যাত আমির হামজার কুশপুত্তলিকায় গণজুতা নিক্ষেপ ও আগুন জ্বালিয়ে পুরিয়ে দেওয়া হয়।