পাবনার ভাঙ্গুড়ায় সন্ত্রাসী কায়দায় মোঃ আব্দুল হালিম নামের এক শিক্ষককে পিটিয়ে রক্তাক্ত করেছেন দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে ভাঙ্গুড়া পৌর সদরের এসআর পাড়ায়। আহত আব্দুল হালিম এসআর পাড়ার নজির উদ্দীনের ছেলে ও ভাঙ্গুড়া সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রী অনার্স কলেজের শিক্ষক। এ ঘটনায় জয় আকন্দ ও রিঙ্কু আকন্দ নামে দুই জনকে আটক করেছে থানা পুলিশ।
জানা যায়, বসত ভিটার জায়গায় ঘড় নির্মাণ কে কেন্দ্র করে আব্দুল হালিমের সঙ্গে তার চাচা শ্বশুর ওয়াজেদ আকন্দের বাগবিতণ্ডা ও উভয় পক্ষের মধ্যে হাতাহাতি হয়। এসময় আব্দুল হালিম মাথায় ও হাতে গুরুতর জখম হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ঘটনার পর বিকালে আব্দুল হালিমে স্ত্রী রুকসানারা বাদী হয়ে ওয়াজেদ আকন্দ, জুবায়ের হোসেন জয়, আজগর আলী আকন্দ খোকা, রিঙ্কু আকন্দ, ও জরিনা খাতুনের নামে ভাঙ্গুড়া থানায় একটি মামলা দায়ের করেন।
এ বিষয়ে ভাঙ্গুড়া অফিসার ইনচার্জ (ওসি) মো: শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় আহত শিক্ষকের স্ত্রী বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করেছে। মামলা পর মঙ্গলবার বিকালে দুই জনকে আটক করা হয়েছে।