পাবনার ঈশ্বরদীতে বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের মাতা ও সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার মৃত্যুতে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার ( ১৪ জানুয়ারি) বিকাল ৪টার সময় ঈশ্বরদী পূর্বটেংরী ৭ নং ওয়ার্ড গোরস্থান পাড়া এলাকায় এ স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত দোয়া ও স্মরণসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী জেলা বিএনপির আহবায়ক মো. হাবিবুর রহমান হাবিব। সাবেক ছাত্রনেতা সাঈফ হাসান সেলিম এর সভাপতিত্বে ও পৌর যুবদলের নেতা মোশারফ হোসেনের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আজমল হোসেন ডাবলু। দোয়া ও মিলাদ মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঈশ্বরদী পৌরসভার সাবেক সফল মেয়র মো. মোখলেছুর রহমান বাবলু। এ ছাড়াও উপস্থিত ছিলেন, বিএনপি নেতা মো. মাহবুবুর রহমান পলাশ, বিএনপি নেতা হাসিবুর রহমান হাক্কী মন্ডল, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও ঈশ্বরদী কলেজ ছাত্র সংসদের নির্বাচিত সাবেক ভিপি মো. রেজাউল করিম শাহিন, বিএনপি নেতা সাইফুদ্দিন স্বপন, ১নং সাঁড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সোলেমান মন্ডল ফেলা, মোয়াজ্জেম হোসেন, উপজেলা কৃষক দলের আহবায়ক পাঞ্জুর রহমান সরদার, উপজেলা কৃষক দলের সদস্য সচিব ময়নুল ইসলাম সরদার, উপজেলা শ্রমিক দলের সভাপতি ভাষা প্রামানিক, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ছবি মন্ডল, বিএনপি নেতা খোরশেদ আলম দিপু, সাবেক ছাত্র নেতা মো. আকরাম রায়হান বাবু, মো. রাকিবুল হাসান আলম, রাকিব হাসান সেন্টু, বিএনপি নেতা আকরাম রায়হান বাবু, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তানবীর হাসান সুমন, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা মোছাঃ চামেলি খাতুন, আটঘরিয়া মহিলা দলের সাধারণ সম্পাদিকা মোছাঃ শাহনাজ পারভিন, আটঘরিয়া পৌর মহিলা দলের সাধারণ সম্পাদিকা রাবেয়া বসরী, ঈশ্বরদী পৌর মহিলা দলের সাধারণ সম্পাদিকা মোছাঃ আফরোজা বেগম, পৌর মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদিকা শরিফা আরজু, ঈশ্বরদী পৌর মহিলা দলের সভানেত্রী রোকেয়া সুলতানা, সাবেক নেতা প্রতিক হোসেন, সাবেক ছাত্রনেতা শেখ বেলাল, পাবনা জেলা ছাত্রদলের সহ-সভাপতি ও ঈশ্বরদী পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মো. আওয়াল কবির আওয়াল, পৌর ৭নং ওয়ার্ড বিএনপির সাবেক নেতা চয়ন সরদার, যুবদল নেতা মো. মাইনুল হাসান সোহান শেখ, মো. রাজু আহমেদ, পৌর যুবদলের নেতা মো. রানা আহমেদ শাহীন, পাবনা জেলা ছাত্রদলের সহ-সভাপতি মো. আওরঙ্গজের রাতুল, পৌর যুবদলের সাবেক সহ-সভাপতি মিজানুর রহমান মিজান, পাবনা জেলা ছাত্রদলের সহ-সভাপতি রফিকুল ইসলাম নয়ন, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক খন্দকার হেদায়েতুল ইসলাম অনিক, জেলা ছাত্রদলের সদস্য ও ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক শ্যাম আগরওয়াল বিকি, মো. রাজীব ফরাজি, পৌর ৭নং ওয়ার্ড যুবদলের দপ্তর সম্পাদক মো. হাফিজ হোসেন, মো. মিঠুন হোসেন, মো. রাজু শেখ, ছাত্রনেতা ইব্রাহিম হোসেন, পৌর ৪ নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. রাশিদুল ইসলাম, ঈশ্বরদী সরকারী কলেজের সাবেক ছাত্রনেতা জুবায়ের হোসেন বাপ্পী, পৌর ৫ নং ওয়ার্ড যুবদলের নেতা স্বপন হোসেন, মো. দীন ইসলাম, আলমগীর রহমানসহ আরও অনেকে এ সময় উপস্থিত ছিলেন।
দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন, ঈশ্বরদী কেন্দ্রীয় গোরস্থান মসজিদের খতিব হাসান উদ্দিন ভূঁইয়া।