বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন

ই-পেপার

এমসিএসকে-তে সাফল্য: ভাঙ্গুড়া ক্যাডেট কোচিংয়ের শিক্ষার্থীকে সংবর্ধনা

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ২:০৬ পূর্বাহ্ণ

মিলিটারি কলেজিয়েট স্কুল, খুলনা (এমসিএসকে)-এর ২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হওয়ায় ভাঙ্গুড়া ক্যাডেট কোচিংয়ের পক্ষ থেকে শিক্ষার্থী মোঃ নাহিয়ান মুহিবুল্লাহকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে ভাঙ্গুড়া পৌরসভার চৌবাড়ীয়া মাষ্টার পাড়ায় ভাঙ্গুড়া ক্যাডেট কোচিং ক্যাম্পাসে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।মেধাবী শিক্ষার্থীকে স্বীকৃতি ও উৎসাহিত করতেই এমন আয়োজন বলে জানান ভাঙ্গুড়া ক্যাডেট কোচিংয়ের পরিচালক মো. ঠান্টু আলম।

সংবর্ধিত শিক্ষার্থী মোঃ নাহিয়ান মুহিবুল্লাহ পাবনার ভাঙ্গুড়া উপজেলার মাদারবাড়ীয়া গ্রামের বাসিন্দা এবং মোঃ নুরুজ্জামান ও মোছাঃ মাফরুদা তাসনীম দম্পতির সন্তান। তিনি ২০২৪ ও ২০২৫ সালে টানা দুই বছর ভাঙ্গুড়া ক্যাডেট কোচিংয়ে নিয়মিত অধ্যয়ন করে ক্যাডেট ও সামরিক শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির জন্য নিজেকে প্রস্তুত করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে ভাঙ্গুড়া ক্যাডেট কোচিংয়ের পরিচালক মো. ঠান্টু আলম বলেন, “মোঃ নাহিয়ান মুহিবুল্লাহর এই সাফল্য আমাদের জন্য অত্যন্ত গর্বের। নিয়মিত অধ্যয়ন, কঠোর পরিশ্রম ও শৃঙ্খলাবদ্ধ জীবনযাপনই তাকে এই পর্যায়ে নিয়ে এসেছে। ভাঙ্গুড়া ক্যাডেট কোচিং সবসময় শিক্ষার্থীদের মানসম্মত প্রস্তুতির মাধ্যমে ক্যাডেট কলেজ ও সামরিক শিক্ষাপ্রতিষ্ঠানে সফল করে তুলতে কাজ করে যাচ্ছে।”
তিনি আরও বলেন, “নাহিয়ানের এই অর্জন আমাদের অন্যান্য শিক্ষার্থীদের অনুপ্রেরণা জোগাবে এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।”

উল্লেখ্য, মোঃ নাহিয়ান মুহিবুল্লাহ ২০২৬ সালের ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায়ও অংশগ্রহণ করেছেন। যদিও এখনো ওই পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়নি, তবে তার প্রস্তুতি ও সাফল্যের ধারাবাহিকতা বিবেচনায় শিক্ষকবৃন্দ ও অভিভাবকরা আশাবাদ ব্যক্ত করেছেন যে, সেখানেও তিনি কৃতিত্বের পরিচয় দেবেন।

মোঃ নাহিয়ান মুহিবুল্লাহর এই সাফল্য ও তাকে দেওয়া সংবর্ধনায় ভাঙ্গুড়া ক্যাডেট কোচিং পরিবার গভীর আনন্দ ও গর্ব প্রকাশ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর