বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন

ই-পেপার

ভূঞাপুরে এক শিক্ষকের গলা চিপে ধরলেন আরেক শিক্ষক, প্রতিবাদে ক্লাস বর্জন  

মুহাইমিনুল ইসলাম হৃদয়, ভূঞাপুর(টাঙ্গাইল):
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ১২:৫৭ অপরাহ্ণ

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাবলু মিয়ার ওপর প্রভাব খাটিয়ে হামলা ও ভয়ভীতির মাধ্যমে প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে সিনিয়র শিক্ষক হাবিবুর রহমান সংগ্রামের বিরুদ্ধে। এ ঘটনায় বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শিক্ষক বাবুল মিয়া। এদিকে সিনিয়র শিক্ষক কতৃক হামলার প্রতিবাদে ক্লাস বর্জন করে প্রতিবাদ জানিয়েছেন অন্যান্য শিক্ষকরা।
জানা যায়, গত ১৩ জানুয়ারি দুপুর আড়াইটার দিকে বিদ্যালয়ের অফিস কক্ষের সামনে শিক্ষকরা অভ্যন্তরীণ বিষয় নিয়ে আলোচনা করছিলেন। এ সময় সিনিয়র শিক্ষক হাবিবুর রহমান সংগ্রাম শিক্ষক ও শিক্ষার্থীদের সামনে বাবুল মিয়ার ওপর অতর্কিত হামলা চালান ও মেয়রে ফেলার জন্য গলা চিপে ধরেন। একপর্যায়ে তাকে বিদ্যালয় থেকে বের করে দেয়াসহ হাত-পা ভেঙে দেয়ার হুমকি দেন। এ ঘটনায় বিদ্যালয়ে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। হামলাকারী ওই শিক্ষকের বিচার দাবি করে ক্লাস বর্জন করেন অন্যান্য শিক্ষকরা।
এর আগেও ২০২২ সালের মার্চ মাসে এক শিক্ষার্থীকে অশালীন ভাষায় গালিগালাজ ও তার বাবা-মাকে নিয়ে কটূক্তি করার অভিযোগে শিক্ষার্থীরা বিক্ষোভে অংশ নেয় এবং শিক্ষক হাবিবুর রহমান সংগ্রামের শাস্তির দাবি তোলে। এ ঘটনায় একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।
ভুক্তভোগী শিক্ষক বাবুল মিয়া জানান, শারিরীকভাবে লাঞ্ছিতসহ দুই মিনিটের মধ্যে বিদ্যালয় ত্যাগ না করলে এর কঠোর পরিণতি ভোগ করতে হবে বলে হুমকি দেওয়া হয়। পরে প্রধান শিক্ষকের কাছে বিচার দাবিতে লিখিত অভিযোগ দেয়া হয়েছে বলেও জানান তিনি।
এই ঘটনাকে কেন্দ্র করে সকল শিক্ষক এর কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষা কার্যকম বন্ধ রাখা হয়।
অভিযুক্ত শিক্ষক হাবিবুর রহমান সংগ্রাম বলেন, অভিযোগপত্রে একটু বেশি বলা হয়েছে। বিষয়টি সকল শিক্ষক বসে মিমাংসা হয়েছে।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) বিনয় কৃষ্ণ বসাক সাথে একাধিকার বার যোগাযোগ করতে চেষ্টা করলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
উপজেলা নির্বাহী অফিসার মো: মাহবুব হাসান বলেন, বিষয়টা জেনে ব্যবস্থা নেওয়া হবে।
জেলা শিক্ষা অফিসার রেবেকা সুলতানা বলেন, এটা দুঃখজনক ঘটনা। সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর