শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০১:১২ অপরাহ্ন

ই-পেপার

সাতক্ষীরায় বাস চাপায় বৃদ্ধ ভ্যানচালক নিহত

এম ইদ্রিস আলী, সাতক্ষীরা প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ১ জানুয়ারি, ২০২৫, ৬:৫৫ অপরাহ্ণ

সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা ৩০ মাইল (সাতক্ষীরা-খুলনা) মহাসড়কে দ্রুতগামী বাসের চাপায়  ভ্যানচালক নিহত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা সাতক্ষীরা অভিমুখী ইমাদ পরিবহন চাপা দিয়ে ভ্যানটিকে চূর্ণ-বিচূর্ণ করে দেয়। এ সময় ঘটনাস্থলেই মারাত্মক আহত আমানুল্লাহ (৬০) নিহত হয়। নিহত আমানুল্লাহ সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের তালতলা গ্রামের শরিয়াতুল্লাহর ছেলে।
প্রত্যক্ষদর্শী অগ্রগতি এনজিওর পরিচালক আব্দুস সবুর জানান, ভ্যানচালক আমানুল্লাহ সাতক্ষীরার দিক থেকে কর্মস্থল অগ্রগতি রিসোর্টের দিকে আসছিলেন এ সময় দ্রুতগামী ইমাদ পরিবহনের বাসের চাপায়  নিহত হন এই ভ্যান চালক। দুর্ঘটনা ঘটিয়ে ড্রাইভার দ্রুত বাস নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। বৃদ্ধ ভ্যানচালকের চারটি কণ্যা সন্তান রয়েছে। এই মৃত্যুতে পরিবারটি অসহায় হয়ে পড়ল। তিনি সহ স্থানীয়রা ঘাতক বাস চালককে দ্রুত গ্রেফতারের দাবী জানান। এবং ইমাদ পরিবহন কে এই ধরনের ঘনঘন সড়ক দুর্ঘটনায় মানুষ হত্যার কর্ম থেকে নিবৃত্ত রাখতে কর্তৃপক্ষকে সজাগ থাকতে আহ্বান জানান।
সাতক্ষীরা সদরের ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের ইন্সপেক্টর নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। পাটকেলঘাটা থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর