শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৮:৪২ পূর্বাহ্ন

ই-পেপার

পাবনায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত

পাবনা প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ১ জানুয়ারি, ২০২৫, ১২:০৯ অপরাহ্ণ

পাবনায় সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে ইয়াসিন আরাফাত (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাত ১১টার দিকে শহরের বাইপাস এলাকার এসোর্ট গ্যাস পাম্প ও ইয়াকুব ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।

নিহত ইয়াসিন উত্তর শালগাড়িয়ার মুদি ব্যবসায়ী মো. মিলন হোসেনের একমাত্র ছেলে। সে পাবনা আইডিয়াল ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের ১০ম শ্রেণির শিক্ষার্থী। আগামী এপ্রিল মাসের ১০ তারিখ হতে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় বসার কথা ছিল।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, রাত ১১টার দিকে মেরিল বাইপাস এলাকা থেকে মোটরসাইকেল নিয়ে টার্মিনালের দিকে যাচ্ছিল ইয়াসিন। এ সময় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়ে মুমূর্ষু অবস্থায় রাস্তায় পড়েছিল। পরে স্থানীয়রা দেখতে পেয়ে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরিবার, এলাকায় ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

পাবনা আইডিয়াল ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের পরিচালক জহিরুল ইসলাম বলেন, সে আমাদের স্কুলের একজন মেধাবী ছাত্র ছিল। অকালে সবাইকে ছেড়ে চলে গেলো। এবার ফরম ফিলাপ করে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল, আগামী এপ্রিল মাসের ১০ তারিখ থেকে পরীক্ষায় বসার কথা ছিল। তার মৃত্যুতে আমরা শোকাহত।

পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে মরদেহ হাসপাতালে রয়েছে। পরিবারকে হস্তান্তর করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর