করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় নাটোরের গুরুদাসপুরে প্রশাসনের মাস্ক বিতরণ ও সচেতনতামুলক প্রচার অভিযান চলছে। এরই মধ্যে সোমবার বিকেল ৪টা পর্যন্ত অভিযানে মাস্ক না পড়ায় দুই মামলায় তিনজনকে ৬০০ টাকা এবং গত শুক্রবার ও শনিবার ১৯টি মামলায় ১৯ জনকে ২ হাজার ৭০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবু রাসেল বলেন, লকডাউন ঘোষণার পরও মাস্ক না পড়ায় উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হচ্ছে। করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক পড়া বাধ্যতামূলক করতে এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নেওয়া হচ্ছে কঠোর ব্যবস্থা। অভিযানের প্রথম দুদিনে মাস্ক না পড়ায় ১৯ জনকে ১০০ টাকা করে জরিমানা করা হলেও সোমবার থেকে ২০০ টাকা করে জরিমানা করা হয়। এ পর্যন্ত ২১টি মামলায় ২২ জনকে ৩ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়েছে। সকলের মাস্ক পরিধান ও সামাজিক দুরুত্ব নিশ্চিত করতে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
#CBALO/আপন ইসলাম