বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১৫ অপরাহ্ন

ই-পেপার

আটঘরিয়া পৌর যুবদলের নেতাকে কুপিয়ে হ*ত্যা চেষ্টা

পাবনা প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ২:২২ অপরাহ্ণ

পাবনার আটঘরিয়াতে বিএনপিকে ধ্বংসের নীল নকশার ধারাবাহিকতায় আবারও ষড়যন্ত্র ও প্রতিহিংসার রাজনীতির শিকার হয়েছেন পৌর যুবদলের নেতা মো. আকাশ আহমেদ। বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে দেবোত্তর বাজারে কতিপয় সন্ত্রাসীরা চাপাতি, রামদা সহ বিভিন্ন দেশিয় অস্ত্র দ্বারা নির্মমভাবে কুপিয়ে তাঁকে হত্যার চেষ্টার অভিযোগ উঠে এসেছে। পরে আহত মো. আকাশ আহমেদকে স্থানীয় জনগণের সাহসী উদ্যোগে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসান ক্ষোভ প্রকাশ করে বলেন, আহত মো. আকাশ আহমেদ কেবল একজন দলীয় কর্মী নন, তিনি ঈশ্বরদী-আটঘরিয়ার গণমানুষের প্রিয় নেতা এবং পাবনা-০৪ আসনের ধানের শীষের কান্ডারী জননেতা জনাব জাকারিয়া পিন্টুর বিশ্বস্ত দলীয় কর্মী এবং আটঘরিয়া পৌর বিএনপির সাবেক সদস্য সচিব আশরাফুল ইসলামের সুযোগ্য সন্তান। তিনি আরও জানান, আমরা ঈশ্বরদী-আটঘরিয়ার গণমানুষের প্রাণপ্রিয় নেতা জনাব জাকারিয়া পিন্টুর পক্ষ থেকে এই বর্বরোচিত সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং আহত যুবদল নেতা মো. আকাশ আহমেদের দ্রুত সুস্থতা কামনা করছি।
‎ঈশ্বলদী পৌর যুবদলের আহ্বায়ক মো. জাকির হোসেন জুয়েল চলনবিলের আলোকে বলেন, পাবনা জেলা প্রশাসনের নিকট দাবি করছি অতি দ্রুত এই সকল সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, আমরা চাই না ষড়যন্ত্র ও প্রতিহিংসার রাজনীতির কারণে আর কোনো নেতাকর্মীর রক্তে আটঘরিয়ার রাজনীতির মাঠ ভিজুক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর