মানিকগঞ্জ-১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী ডাঃ আবু বকর সিদ্দিকের উদ্যোগে শিবালয় উপজেলার নালী উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়। সোমবার সকাল সাড়ে ৯টা হতে বিকাল ৫টা পর্যন্ত একটানা চলে এ হেলথ ক্যাম্প।
এসময় বিভিন্ন এলাকা হতে আগত বিভিন্ন রোগে আক্রান্ত প্রায় ১৫০০ জন রোগীকে ফ্রি স্বাস্থ্যসেবা দেয়া হয়।ডাঃ আবু বকর সিদ্দিকের নেতৃত্বে ঢাকা থেকে আগত ১০ জন ডাক্তার, ৮ জন টেকনেশিয়ান, ১৫ জন এসিস্ট্যান্ট ও ২০ জনের স্বেচ্ছাসেবী সারা দিন রোগীদের সেবা প্রদান করেন।
দিনব্যাপী অনুষ্ঠিত এ হেলথ ক্যাম্পে চিকিৎসা সেবা দেয়ার পাশাপাশি রোগীদের ব্লাড পেশার, ব্লাড সুগার, ব্লাড গ্রুপিং টেস্ট সহ আরো কিছু সেবা দেয়া হয়।এ সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ ১ আসনে জামায়াতে ইসলামীর নির্বাচনী পরিচালক মাওঃ ওমর ফারুক,থানা আমি হাফেজ হাতেম আলী, বিশিষ্ট ব্যবসায়ী আইয়ুব সেবা গ্রহণ আমরা এলাকায় দরিদ্র মানুষ আমাদের পক্ষে তালুকদার প্রমুখ। সেবা গ্রহণকারী রোগীরা বলেন আমরা এলাকার দরিদ্র মানুষ। আমাদের পক্ষে ঢাকায় যে বড় বড় ডাক্তার দেখানো সম্ভব না আমাদের এলাকায় এমপি প্রার্থীর আবুবকর সিদ্দিক নিজে সারাদিন আমাদের চিকিৎসা পরামর্শ সেবা দিয়েছেন। যা কোন প্রার্থীর নিকট হতে আমরা কখনো এ ধরনের সেবা পাইনি। আমরা আল্লাহর নিকট তার জন্য প্রাণ খুলে দোয়া করি। ডাঃ আবু বকর সিদ্দিক সাংবাদিকদের বলেন আমি ডাক্তার মানুষ, আমি মানুষের স্বাস্থ্যসেবায় যত টুক পারি কাজ করে যাব ইনশাআল্লাহ।