গতকাল মঙ্গলবার (০৯/০৯/২০২৫) বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার সম্মানিত আমীর কেন্দ্রীয় মজলিশে শ্যূরা সদস্য কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মোঃ রমজান আলী বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি’র) মহাপরিচালক সরদার মোঃ কেরামত আলীর সাথে তাঁর কারওয়ান বাজার অফিসে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাতে তিনি কিশোরগঞ্জ জেলার বিআরডিবির কার্যক্রমকে আরও সম্প্রসারিত করার লক্ষ্যে মতবিনিময় করেন।
জামায়াত নেতা অধ্যাপক মোঃ রমজান আলী জানান, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিআরডিবির কার্যক্রম তৃনমূলে শক্তিশালী করার জন্য নতুন ও জীবন ঘনিষ্ঠ কর্মসূচি বাস্তবায়নের পরামর্শ দেন বিআরডিবি’র মহাপরিচালক সরদার মোঃ কেরামত আলীকে।
এসময় তাঁর সাথে ছিলেন আদ্বীপ মিডিয়া সেন্টারের এমডি মোস্তাক আহমদ ও এনজিও ব্যাক্তিত্ব শেখ আবদুল হাদী।