ভাঙ্গুড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পাবনা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ভাঙ্গুড়া উপজেলা শাখার সভাপতি মো. মোতালেব হোসেন তার বিরুদ্ধে দায়ের হওয়া চাঁদাবাজির ও প্রাণনাশের হুমকি মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন। সোমবার (৯ সেপ্টেম্বর) বিকেলে ভাঙ্গুড়ায় এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
সংবাদ সম্মেলনে মোতালেব হোসেন বলেন, আওয়ামী লীগ সরকারের দীর্ঘ ১৭ বছর শাসনামলে তিনি ভাঙ্গুড়ায় কোনো রাজনৈতিক কার্যক্রম চালাতে পারেননি। বিভিন্ন সময়ে তাকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করা হয়েছে। এর ফলে তিনি রাজনৈতিকভাবে কর্মহীন ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন।
তিনি আরও জানান, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি ভাঙ্গুড়ার মানুষের শান্তি-শৃঙ্খলা রক্ষায় কাজ করেছেন। এ সময় অসুস্থ হয়ে পড়লে প্রথমে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। পরে তাকে ঢাকার বারডেম হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার পরামর্শ দেন।
মোতালেব হোসেন বলেন, চিকিৎসার খরচ জোগাড়ের জন্য তিনি স্থানীয় শুভাকাঙ্ক্ষী ও নিকটজনদের সহযোগিতা চান। কিন্তু এরই জেরে গত ৭ সেপ্টেম্বর ভাঙ্গুড়া থানায় তার বিরুদ্ধে একটি চাঁদাবাজির ও প্রাণনাশের হুমকির অভিযোগ /জিডি দায়ের করা হয়। তিনি এই অভিযোগ কে “সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্যমূলক ও রাজনৈতিক ষড়যন্ত্র” বলে দাবি করেন।
তিনি অভিযোগ/ জিডি টি অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়ে ভাঙ্গুড়াবাসী ও সাংবাদিকদের সামনে নিজেকে নির্দোষ ঘোষণা করেন।
সংবাদ সম্মেলনে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।