কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলাধীন বাংলাদেশ জামায়াতে ইসলামী চন্ডিপাশা ইউনিয়ন শাখার উদ্যোগে সিরাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (৯/৯/২৫ খ্রিস্টাব্দ) মঙ্গলবার সকালে ইউনিয়ন শাখার নিজস্ব কার্যালয়ে সিরাত মাহফিল অনুষ্ঠিত হয়।
সিরাত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আমীর মাওলানা আব্দুল জব্বার।
প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মজলিসে শূরা সদস্য মাওলানা মোঃ মিনহাজ উদ্দিন। এছাড়াও চন্ডিপাশা ইউনিয়ন জামায়াতের সভাপতি নুরুল্লাহ আনসারি, সেক্রেটারি মাওলানা মোঃ ইলিয়াস হোসেন, মাওলানা মোঃ আমিনুল ইসলাম সহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এসময় রাসুল (সা.) এঁর সিরাত বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন বক্তারা।