বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে নাটোরের গুরুদাসপুর ও সিংড়া উপজেলার অন্তর্ভুক্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে দুই দিনব্যাপী আন্তঃউপজেলা শিক্ষা প্রতিষ্ঠান বিতর্ক উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১১টায় গুরুদাসপুরের নাজিরপুর ডিগ্রি কলেজ হলরুমে ওই বিতর্ক উৎসবের উদ্বোধন ঘোষণা করেন কলেজটির গভর্নিং বডির সভাপতি ওয়াহিদ মুরাদ লাবু। এ উপলক্ষে স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিনুল ইসলাম রতন। অন্যদের মধ্যে আয়োজিত নাজিরপুর কলেজের স্টাফ কাউন্সিলের সেক্রেটারী সহকারী অধ্যাপক হারুনুর রশীদ ও চলনবিল প্রেসক্লাবের সভাপতি আলী আক্কাছ বক্তব্য দেন।
“শিক্ষাক্ষেত্রে মোবাইল ফোনই শিক্ষার্থীদের অন্তরায়” বিষয়টির পক্ষে-বিপক্ষে ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩২ জন শিক্ষার্থী বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এরমধ্যে গুরুদাসপুরের নাজিরপুর উচ্চ বিদ্যালয়, ধারাবারিষা উচ্চবিদ্যালয়, হাঁসমারী মফিজ উদ্দিন মডেল হাইস্কুল, বৃপাথুরিয়া হাইস্কুল, সিংড়ার মহিষমারী উচ্চ বিদ্যালয়, চামারী বিএম উচ্চ বিদ্যালয়, বিলদহর হাইস্কুল ও কলম হাইস্কুল রয়েছে।
বিতর্ক উৎসবের প্রথমদিন মডারেটরের দায়িত্বে ছিলেন বড়াইগ্রাম সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. আফসার আলী। প্রভাষক আলমগীর হোসেন ও মাসুদ রেজার সঞ্চালনায় বিভিন্ন এলাকার কবি, সাহিত্যিক ও শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ বিচারকের দায়িত্ব পালন করেন।