পাবনার আটঘরিয়া উপজেলায় মাছভর্তি ইঞ্জিন চালিত ভটভটি গাড়ির ধাক্কায় নকল নবিশ লেখক শাহাবুদ্দিন (৪২) নামক এক ব্যাক্তি নিহত হয়েছে। আহত হয়েছে ১ জন।
ঘটনা ঘটেছে আজ ৭ সেপ্টেম্বর রবিবার সকাল সাড়ে আটটার সময় পুস্তিগাছা-গনির বটতলা সড়কের মমিন গুরুর বটতলা নামক স্থানে।
বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য আব্দুল আউয়াল।
পুলিশ ও পথচারীরা জানান, ঘটনার দিন সকালে মতিগাছা গ্রামের মৃত ওয়াজ জোয়ার্দার এর ছেলে আটঘরিয়া উপজেলা সাব-রেজিস্টার অফিসের নকল নবিশ লেখক শাহাবুদ্দিন অটোভ্যান যোগে অফিসে আসছিলেন।
এসময় একই দিন থেকে ছেড়ে আসা মাছ ভর্তি ভটভটি গাড়ি নিয়ে পাবনা মাসুম বাজারে যাচ্ছিলেন।
এসময় উভয় দিক থেকে ছেড়ে আসা মাছ ভর্তি ভটভটি গাড়ি যাত্রী বাহি অটোভ্যান গাড়িকে সজোরে ধাক্কা দিলে শাহাবুদ্দিন নামক এক ব্যাক্তি অটোভ্যান থেকে ছিটকে পাকা রাস্তার উপর পড়ে গিয়ে ঘারের রগ ছিড়ে গুরুতর আহত হয়।
এসময় পথচারিরা আহত অবস্থায় শাহাবুদ্দিনকে উদ্ধার করে দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। তিনি স্ত্রী, ১ মেয়ে রেখে গেছেন।
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিকুজ্জামান সরকার জানান, খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়। তবে শুনেছি সদর হাসপাতালে নেয়া হলে তার মৃত্যু হয়। অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।