মোঃ আব্দুর রহিম বিশেষ প্রতিনিধি:
পাবনার ভাঙ্গুড়ায় আরো একজন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছেন এ নিযে মোট আক্রান্তের সংখ্যা দাড়াল ৪ জন। নতুন আক্রান্ত তিনি ঢাকার বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। জানা গেছে, তিনি গত রোববার রাতে ঢাকা থেকে ভাঙ্গুড়া পৌরসভা সদরের ৮ নম্বর ওয়ার্ডে শরৎনগর সিনিয়র ফাযিল মাদ্রাসা মহল্লার নিজ বাড়িতে ফিরে এসেছেন ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ হালিমা খানম জানান,আক্রান্ত যুবকটি ঢাকায় অবস্থান কালে করোনা উপসর্গ দেখা দিলে আইইডিসিআর-এ নমুনা পাঠিয়েছিল । সোমবারই দুপুরের দিকে তার রেজাল্ট পজেটিভ বলে জানা যায়। আক্রান্ত যুবক তার নিজ বাড়িতে অবস্থান করছেন জানতে পেরে সোমবার বিকালের দিকে পৌরসভার মেয়র গোলাম হাসনাইন রাসেল,ইউএনও সৈয়দ আশরাফুজ্জামান,ওসি (তদন্ত)নাজমুল হক ঘটস্থালে গিয়ে ওই বাড়িটি লক ডাউন করেন।
এর আগে উপজেলার মন্ডতোষ ইউনিয়নের মল্লিকচক গ্রামের দু’জন পোষাক শ্রমিক(স্বামী-স্ত্রী) ও চন্ডিপুর গ্রামে একজন ছাত্রের শরীরে করোনাভাইরাস (কোভিড-১৯) পজেটিভ পাওয়া গিয়েছিল। এ পর্যন্ত উপজেলায় মোট চারজন করোনায় আক্রান্ত হলেন।