” ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল মাদক ছেড়ে মাঠে চল” এই শ্লোগানকে সামনে রেখে মহান দিবস উপলক্ষে প্রতি বছরের ন্যায় মানিকগঞ্জের ঐতিহ্যবাহী স্বনামধন্য দৌলতপুর উপজেলা প্রেসক্লাবের ব্যাডমিন্টন টুর্নামেন্ট খেলার শুভ উদ্বোধন হয়েছে।
গতকাল রবিবার ২২ ডিসেম্বর সন্ধ্যা ৭.৩০ মিনিটে দৌলতপুর উপজেলা অফিসার্স ক্লাব মাঠ প্রাঙ্গনে দৌলতপুর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে ৮ টিমের ব্যাডমিন্টন খেলার সব উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে দৌলতপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত )মোঃ আহসানুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ (ওসি ) জে ও এম তৌফিক আজম ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য প:প: কর্মকর্তা ডাঃ মেহরুবা পান্না,থানা অফিসার ইনচার্জ ওসি তদন্ত শেখ ফরিদ, পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম মোঃ মাসুদুজ্জামান, ফায়ার সার্ভিসের কমান্ডার রফিকুল ইসলাম,দৌলতপুর ছাত্র প্রতিনিধি মোঃ শান্তনা মির্জা প্রমুখ।
প্রথম উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করেন উপজেলা “পল্লী বিদ্যুৎ অফিস” বনাম “দৌলতপুর থানা” “ফায়ার সার্ভিস অফিস” বনাম “উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স”।