যশোরের অভয়নগর উপজেলার ৮ নং সিদ্দিপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামাল হোসেন(৫০) কে গ্রেফতার করেছেন, অভয়নগর থানার আমতলা ক্যাম্পের পুলিশ। রবিবার (২২ ডিসেম্বর) সকালে তাকে নিজ বাড়ি থেকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা কামাল খান অভয়নগর থানার এজাহারভুক্ত আসামি। ফলে গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত কামাল খান উপজেলার সিদ্দিপাশা ইউনিয়নের চন্দ্রপুর গ্রামের মৃত আলী আকবার খানের ছেলে। এবিষয়ে অভয়নগর থানার অফিসার ইনচার্জ এমাদুল করিম বলেন, একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।