রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৮:১৫ পূর্বাহ্ন

ই-পেপার

বিজয় দিবস উপলক্ষে ‘আশা’র ফ্রি মেডিকেল ক্যাম্প

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ৮:১০ অপরাহ্ণ

পাবনার ঈশ্বরদীর আওতাপাড়ায় ক্ষুদ্র ঋণ প্রদানকারী সংস্থা আশার উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে মানুষকে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল ১০টার দিকে আশা আওতাপাড়া স্বাস্থ্য সেবা কেন্দ্রে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্যোগে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
আশার স্বাস্থ্যসেবা কেন্দ্রে ব্যবস্থাপত্র প্রদান, ডায়াবেটিস পরীক্ষা, রক্তচাপ পরিমাপ, ৫ থেকে ১৬ বছরের শিশু কিশোরদের কৃমিনাশক ওষুধ খাওয়ানো সহ বিভিন্ন ধরনের সেবা প্রদান করে এ ফ্রি মেডিকেল ক্যাম্পে।
এ মেডিকেল ক্যাম্পে উপস্থিত থেকে উদ্বোধন করেন ক্ষুদ্র ঋণ প্রদানকারী সংস্থা আশার ডিস্ট্রিক্ট ম্যানেজার আলী আহমেদ মিয়া।
আরও উপস্থিত ছিলেন আওতাপাড়া অঞ্চলের সিনিয়র  রিজিওনাল ম্যানেজার  মেহবুব হাসান, বীরমুক্তিযোদ্ধা ও গন্যমান্য ব্যাক্তিবর্গ প্রমুখ।
ফ্রি মেডিকেল ক্যাম্পে স্বাস্থ্য সেবা প্রদান করেন আশা স্বাস্থ্যসেবা কেন্দ্রের ডাক্তার মো: আল আমিন সরকার। এই ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা নিতে আসেন আওতাপাড়া এলাকার শিশু বৃদ্ধ সহ নানা বয়সের নারী ও পুরুষেরা।
আশা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি কার্যক্রমের আওতায় সারা দেশে বছরে কয়েক লক্ষ মানুষকে স্বাস্থ্য, শিক্ষা, ত্রাণ, শীতবস্ত্র, স্যানিটেশন সহ বিভিন্ন ধরনের সেবা প্রদান করে আসছে। যার অর্থ সংস্থার উদ্ধৃত তহবিল থেকে যোগান দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর